capcut কি কি এডিট অপশন রয়েছে জেনেনিন

আপনারা  ক্যাপ কাটে হয়তো অনেক ভিডিও এবংএবং ছবি এডিট করে  করেছেন কিন্তু আপনারা জানেন না যে  ক্যাপ কাট ঠিক কতগুলো এডিট অপশন রয়েছে বা কোনটার কাজ কি রকম। তো চলুন আজ জেনে নেওয়া যাক  অপশন গুলোকে।

নিজে ক্যাপ কাট এর কিছু ইডিট অপশন সম্পর্কে নিচে পয়েন্ট আকারে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। সবাইকে মন দিয়ে পড়ার অনুরোধ রইলো।

ভূমিকা

ক্যাপ কাট সম্পর্কে আপনারা অনেকেই অনেক জায়গায় শুনে থাকতে পারেন। এই অ্যাপে মূলত বিভিন্ন ছবি ভিডিও বিভিন্ন মিউজিক ভিডিও এডিট করা হয়। এছাড়াও এই অ্যাপে বড় বড় মিউজিক ভিডিও ইউটিউব ভিডিও ফেসবুকের ভিডিও এডিট করা হয়।

আরো পড়ুন:ক্যাট কাটে কিভাবে স্লো মোশন ভিডিও বানাবেন  জানুন

তোর চলুন জেনে নেই যে এই ভিডিওগুলো কিভাবে এডিট করতে হয় আর কোন কোন অপশনের মাধ্যমে এডিট করতে হয়।

ভিডিও এডিট অপশন

এখানে অনেকগুলো অপশন রয়েছে সেখান থেকে আপনি একটি একটি করে ব্যবহার করতে পারেন। যেমন প্রথমে পেয়ে যাবেন।

Speed Option

এই অপশনের মূলত কাজ হচ্ছে আপনার ভিডিওটি আপনি ঠিক কতটা গতি রাখতে চান। আপনি যদি আপনার ভিডিওটির প্রতি কমাতে চান তাহলে সেখান থেকে আপনি টাইম সেট করে কমিয়ে দিতে। আর যদি আপনি আপনার ভিডিওর মাঝ বরাবর টাইম কমাতে চান তাহলে সেখানেও আপনি সেটি ক্লিক করে কমাতে পারেন।

Volume Option

তারপরে দেখবেন সেখানে ভলিউম নামের একটি অপশন রয়েছে। আমরা অনেক সময় ভিডিও বানাই সেই ভিডিওগুলোতে আমাদের অরিজিনাল সাউন্ড রাখতে চাই। আবার অনেকেই আছেন যারা সেই অরিজিনাল সাউন্ড টা কে কেটে দিয়ে সেখানে মিউজিক অ্যাড করতে চান।

আপনারা যদি এই ভলিউম অপশনে ক্লিক করেন তাহলে খুব সহজে আপনার সকল আগের  সাউন্ড গুলো চলে আসবে এবং সেখানে ডিলিট নামের অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনি আপনার আগে সাউন্ড গুলো ডিলিট করে দিবেন।

Splice Option

এই অপশন এ ক্লিক করলে আপনি আরো আপনার ইচ্ছে মত ভিডিওর সঙ্গে আরও ভিডিও যুক্ত করতে পারেন। এছাড়াও আপনার যদি মনে হয় যে আপনার ভিডিওটি ভালো হয়নি তাহলে সেই ভিডিওটি ডিলিট করে আবার পুনরায় সে অপশনে ক্লিক করে অন্য একটি ভিডিও সেখানে নিয়ে আসতে পারেন।

Animation Option

এই অ্যানিমেশন অপশনে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের ভিডিও এডিট করার ইফেক্ট। যেগুলো দিয়ে আপনি আপনার ভিডিওটিকে আরও সুন্দরময় করে তুলতে। যেমন আপনার ভিডিওতে যদি আপনি তারা বা চাঁদ বা বিভিন্ন আলোকিত কিছু যুক্ত করতে চান তাহলে সেই এনিমেশন অপশন এ ক্লিক করে সেখান থেকে যে কোন একটি সিলেক্ট করে আপনি যুক্ত করে নিতে পারেন।

Delete Option

এরপরেই চলে আসছে ডিলিট অপশন। এটির কাজ হচ্ছে মুছে ফেলা। আপনার যদি কোন কিছু ভালো না লাগে যেমন আপনি কোন ইফেক্ট আপনার ভিডিওতে ব্যবহার করেছেন। কিন্তু পরবর্তীতে সে ইফেক্টে আপনার পছন্দ হচ্ছে না সঙ্গে সঙ্গে  আপনি যদি আপনার ইফেক্টিকে সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করেন তাহলে আপনার ভিডিও থেকে সে একটি মুছে যাবে। ডিলিট অপশনে মূলত কাজই হচ্ছে সবকিছু মুছে ফেলা।

Remove background Option

রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন মূলত আপনি যদি আপনার কোন ভিডিওতে কোন লেখা বা গান যুক্ত করতে চান। তখন আপনার ছবিটিকে একটু হালকা ডার্ক বা হালকা কালার করতে চান যেন আপনার লেখাটি বা গানটি বেশি ফুটে ওঠে। তখন আপনি এই অপশনে ক্লিক করে আপনার ছবিটিকে হাইড করে দিতে পারবেন।

লেখকের মন্তব্য

আশা করি আমার আর্টিকেল থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কোথায় কোন গুলো অপশন ব্যবহার করতে হবে। বা কোন অপশন গুলো কোন কাজে ব্যবহার করতে হয়। আমার আইডি কার্ড যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আত্মীয়-স্বজন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদঠ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url